ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাছরিন (৩১) নামে এক স্কুল শিক্ষিকাকে চিরকুট লিখে তার ভাড়া ঘরে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। নাছরিন আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনায় রোববার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাছরিন কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিন সন্তান নিয়ে আলফাডাঙ্গা পৌরসভার চর নওয়াপাড়া গ্রামে মাহামুদুল হাচানের বাড়িতে তিনি ভাড়া থাকতেন।লিখিত অভিযোগ থেকে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা পাঁচটি ফোন নম্বর থেকে প্রায় সময় ফোন দিয়ে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিতেন।