![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/02/20/social/1676882955.IPF-BG.jpg)
আইসিসিবিতে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার শুরু বুধবার
ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২২ ফেব্রুয়ারি (বুধবার) ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার (আইপিএফ) শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এবারের প্লাস্টিক ফেয়ার চলবে ২৫ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপিজিএমইএ’র সভাপতি সামিম আহমেদ বলেন, বিশ্বের ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক এ ফেয়ারে অংশ নেবে।