সারাদিন বমি বমিভাব? ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান

eisamay.com প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৭

বমি বমিভাব থাকলে সারাদিনটাই খারাপ যায়। খাবারে অনীহা থাকে। মন আনছান করে। কোনও কাজেই মন বসে না। তাই এর চিকিৎসা দরকার। তবে ওষুধ খাওয়ার আগে ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার সমাধান খুঁজে ফেলতে পারেন।


আসলে বমি পাওয়ার হাজার কারণ থাকতে। মহিলাদের প্রেগন্যান্সির সময় বমি বমি ভাব সকালের দিকে থাকে। এই সমস্যার নাম মর্নিং সিকনেস। এছাড়াও মাইগ্রেন, লিভারের সমস্যা, পেটের জটিলতা, পিরিয়িডসের সময়, কেমোথেরাপি থেকেও মাঝেমাঝেই বমি পেয়ে থাকে অনেকের।


তবে এই নিয়ে বেশি ভেবে লাভ নেই। আর ডমপেরিডন জাতীয় ওষুধ মুখে তুলবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া। কারণ নিয়মিত খেলে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে ঘরোয়া কিছু উপায়ে আপনি এই অসুখের সমাধান করে ফেলতে পারেন। আসুন জানা যাক-

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও