মাঠে আওয়ামী লীগ নেই শরিকরা
বিএনপিসহ তাদের সমমনা শরিকদের বিপরীতে মাঠের রাজনীতিতে এককভাবে সক্রিয় ক্ষমতাসী আওয়ামী লীগ। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, সুহৃদ ও সমমনা বলে পরিচিত ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে দেখা যাচ্ছে না তাদের পাশে। অথচ একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে সরকার গঠন-এমন ভিত্তির ওপর প্রায় আড়াই যুগ আগে গড়ে উঠেছিল এই জোট। আরেক পরীক্ষিত বন্ধু বলে বিবেচিত জাতীয় পার্টিও শাসক দলটির পাশে এখন নেই। মাঝে মধ্যে একসঙ্গে বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচি পালন ছাড়া আওয়ামী লীগের পাশে কার্যত ১৪ দলীয় জোটের শরিকরা কেউই নেই। ফলে নিজেদের একক শক্তির ওপর ভর করে দলটিকে মোকাবিলা করতে হচ্ছে মাঠের বিরোধী পক্ষকে।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায়সহ চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসাবে সাংগঠনিক বিভাগগুলোতে গণসমাবেশ করে মাঠের বিরোধী দল বিএনপি। এরই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণসমাবেশের কর্মসূচি পালন করে দলটি। পরদিন ১১ ডিসেম্বর বিএনপিদলীয় সংসদ-সদস্যরা সংসদ-সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এখানেই শেষ নয়। ধারাবাহিকভাবে গণসমাবেশ, গণমিছিল, অবস্থান কর্মসূচি, পদযাত্রাসহ একের পর এক কর্মসূচি পালন করে চলেছে। পাশাপাশি জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলও একই দাবিতে বিএনপির সঙ্গে অভিন্ন কর্মসূচি দিয়ে যুগপদ আন্দোলনে আছে।