এক মাস আগেই চড়েছে রোজার পণ্যের দাম
সাধারণত রমজান এলেই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। কিন্তু রোজা শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। এরই মধ্যে রোজায় সবচেয়ে বেশি ব্যবহৃত চার পণ্য খেজুর, ছোলার ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম বেড়ে গেল। সেই সঙ্গে বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। রোজা আসতে আসতে এসব পণ্যের দাম আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৯৫ থেকে ১০০ টাকায় উঠেছে। মাসখানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা।
আর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত বছরের এই সময়ে বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। সেই হিসাবে এক বছরে ছোলার দাম বেড়েছে ২৩ শতাংশের বেশি। ছোলার ডালের দামও কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে। বাজারে প্রতি কেজি ছোলার ডাল ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।