আবারও পুঁজিবাজারে লেনদেন ৩০০ কোটির নিচে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।


এর ফলে বৃহস্পতিবার সূচক বৃদ্ধির পর রোববার পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৮৫ কোটি টাকা। যা গত এক মাস ১১ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা।



ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৩০৮টি প্রতিষ্ঠানের ৩ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ৯৪২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৩৩ লাখ ১ হাজার টাকা। 


এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩২টি কোম্পানির শেয়ারের দাম।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও