কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গায়েবি মামলা দিয়ে সারা দেশে ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশে এখন ‘একনায়কতন্ত্র’ চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো আমাদের অসংখ্য নেতাকর্মী, তারা আজকে কারাগারে আবদ্ধ রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে সারা দেশে প্রায় ৪০ লাখ মানুষকে আসামি করা হয়েছে।’

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের অভিযোগ, ‘এক কথায় এ দেশ এখন সম্পূর্ণভাবে একটা একনায়কতন্ত্র এবং তাদের সেই পুরনো ঘটনা সেই একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা জন্য এখানে একটা ভয়াবহ রকমের চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে।'

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে সেই লক্ষ্যে আমরা এবার ২১ ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছি, জাতিকে আবার ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা।

এই সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ভাষাশহীদদের স্মরণে বিএনপির দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন