![](https://media.priyo.com/img/500x/https://www.jugantor.com/assets/news_photos/2023/02/19/image-646756-1676780450.jpg)
ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন হাফিজুল নামে এক যুবক।
রোববার সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর স্টেশনের দক্ষিণ রেলসেতুর ওপর থেকে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাসুদ যুগান্তরকে জানান, সকালে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাই। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার ধারণা করেন, সেতু পার হওয়ার সময় আখাউড়া-কুমিল্লা রেলপথে চলাচলকারী রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।