‘সরকার-শাসনব্যবস্থা’ বদলের যৌথ রূপরেখা দেবে বিএনপি ও সঙ্গীরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৫

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলন করছে বিএনপি ও বিরোধী দলগুলো। চলমান এই আন্দোলনকে সফল করে তুলতে এবং যুগপতের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলকে কাছে টানতে যৌথ ইশতেহার দেবে একত্রিত হওয়া দলগুলো।


বিএনপির ঘোষিত ১০ দফা এবং গণতন্ত্র মঞ্চের ১৪ দফাকে সমন্বয় করে এই ইশতেহার তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যা চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেন, সব দলের সঙ্গে আলোচনা করেই এই রূপরেখা দেওয়া হবে। আমরা ১০ দফা দিয়েছি, গণতন্ত্র মঞ্চ ১৪ দফা দিয়েছে, আর গণফোরাম ৮ দফা দিয়েছে। এই সবগুলো মিলিয়ে আন্দোলনের রূপরেখা দেওয়া হবে।


কবে এই রূপরেখা ঘোষণা করা হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান বিএনপির এ নেতা। আর সেই অনুষ্ঠানে কারা-কারা থাকবে তাও ঠিক হয়নি বলে উল্লেখ করেন তিনি।


বিএনপি নেতারা বলছেন, ‘সরকার ও শাসনব্যবস্থা’ বদলের লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের ৭ দফা শীর্ষক খসড়া রূপরেখা তৈরি করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের ৪ সদস্যের একটি দল। কিছু সংযোজন-বিয়োজন হয়ে এই খসড়া চূড়ান্ত হবে। কারণ খসড়া রূপরেখার কিছু শব্দ নিয়ে বিএনপির অভ্যন্তরে আপত্তি উঠেছে। এটা ঠিক হওয়ার পর আগামী ২-১ দিনের মধ্যে খসড়া রূপরেখা নিয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য ও গণফোরাম-পিপলস পার্টি এবং এলডিপির সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। তাদের কোনো মতামত থাকলে এবং সেটির গ্রহণযোগ্যতা যুক্ত করে চূড়ান্ত রূপরেখা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও