ক্যানসার হাসপাতালটি ক্যানসারে আক্রান্ত

প্রথম আলো জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যানসার রোগীর চিকিৎসার জন্য দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। সারা দেশের দরিদ্র রোগীরা দুরারোগ্য এ রোগের চিকিৎসা নিতে এখানে আশা নিয়ে আসেন। এখানে কম মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। কিন্তু কম মূল্যে তো দূরের কথা, ক্যানসার রোগীরা এখানে রেডিওথেরাপিও পাচ্ছেন না। অর্থাৎ হাসপাতালটি নিজেই অসুস্থ। দীর্ঘ সময় ধরে ভুগছে ক্যানসারে আক্রান্ত রোগীর মতো।


কোনো দিন শোনা যায়নি, গাড়ি নষ্ট থেকেছে বলে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব বা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ভ্রমণ বন্ধ আছে। তা হলে দিনের পর দিন, মাসের পর মাস ক্যানসার হাসপাতালের যন্ত্র নষ্ট পড়ে থাকবে কেন? তাঁরা জানেন, জাতীয় এ প্রতিষ্ঠানে যন্ত্র অচল হয়ে পড়ে আছে। কারণ পরিষ্কার। তাঁরা পরোয়া করছেন না।


মহাখালীর জাতীয় ক্যানসার হাসপাতালের ছয়টি রেডিওথেরাপি যন্ত্র নষ্ট। এর মধ্যে চারটি লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র, দুটি কোবাল্ট যন্ত্র। ছয়টি যন্ত্র এক দিনে নষ্ট হয়নি। সময়ে সময়ে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তর জানে, জানে স্বাস্থ্য মন্ত্রণালয়ও। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


দেশের কিছু সরকারি হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি আছেন, এমন খবর মাঝেমধ্যে শোনা যায়। কিন্তু তাঁদের কেউ জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা ভর্তি আছেন, এমন শোনা যায় না। অনেকে মনে করেন, এ কারণে ক্যানসার হাসপাতালের ব্যাপারে মন্ত্রণালয় বা অধিদপ্তরের মনোযোগ কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও