বিএনপির ‘আন্দোলনের খেলা’ বন্ধ করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘তাদের এই আন্দোলন খেলা বাংলাদেশের মানুষ বহুবার দেখেছে। বহুদিন ধরে দেখছে, দেখে দেখে এখন ক্লান্ত হয়ে গেছে। এই আন্দোলন খেলে সরকারের কিছু করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা কিছু করতে পারবেন না।’
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন হানিফ।
বর্তমান সরকার দেশের উন্নয়ন-অগ্রগতি করে যাচ্ছে, তাতে বিএনপিকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপিকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। সংবিধান সম্মতভাবে অনুষ্ঠিত আগামী নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করুন। অন্যথায় যেভাবে অতীতে জনগণ দ্বারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন, ভবিষ্যতেও আপনাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। আপনাদের জনগণ আবারও আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।’