১৩ দিন পর আরও তিনজন জীবিত উদ্ধার
তুরস্কে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে শনিবারসহ (১০ ফেব্রুয়ারি) ১৩ দিন। আজও দেশটির হাতায় প্রদেশে তিনজনকে জীবিত উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি উদ্ধারকারীরা হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করেছে। ১৩ দিন পর উদ্ধার হওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া তিনজন ২৯৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। ভুক্তভোগীরা একজন শিশু, একজন নারী ও এক পুরুষ। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হাতায় প্রদেশের একটি ধসে পড়া ভবনের নিচে ২৬০ ঘণ্টা আটকে থাকা এক ছেলে শিশু উদ্ধার হওয়ার খবর জানায় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। শিশুটির বয়স ১২ বছর।
তার আগে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর কাহরামানমারাস প্রদেশের দুলকাদিরোগলু জেলার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে আলেয়ানা ওলমেজ নামে এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স ১৭।
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বর্তমানে ৪৪ হাজারের বেশি। তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ৩৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।