পারফেক্ট মেকআপ লুক পেতে চাই প্রাইমার
মেকআপ করার আগে অনেকেই প্রাইমার ব্যবহার করা বেশ সময়সাধ্য এবং অপ্রয়োজনীয় একটি ব্যাপার বলে মনে করেন। কিন্তু এটি আপনার বিউটি রুটিনে অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ।
আমাদের ত্বককে যদি একটি ক্যানভাস কল্পনা করা হয় তাহলে সেটিকে নিখুঁতভাবে তৈরি করার কাজটি করে প্রাইমার। আসুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই-
ফাউন্ডেশন ব্যবহারের আগে প্রাইমার লাগিয়েই দেখুন, ফলাফল নিজ চোখে দেখতে পাবেন।
মুখের যেকোন বড় রোমকূপ, লালচে ভাব এবং খুঁত ঢেকে দেয় প্রাইমার। এতে আপনি পান মেকআপের সুন্দর একটি বেজ। প্রাইমারের প্রধান উপাদান হলো ‘সিলিকন’ যেটি মুখে একটি সিল্কি টেক্সচার এনে দেয়।
ত্বকে সরাসরি ফাউন্ডেশন দিলে কিছুক্ষণ পর বেশ তৈলাক্ত ভাব চলে আসে। এসময় খুব অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। এ সমস্যা থেকে মুক্তি দিতে প্রাইমার ভীষণভাবে সাহায্য করে। রূপচর্চার রুটিন শেষ করে প্রাইমার মুখে লাগান। এরপর ফাউন্ডেশন ও পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন। এতে আপনার মেকআপ দীর্ঘ সময় স্থায়ী হবে এবং সুন্দর দেখাবে।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ টিপস
- ফেস প্রাইমার