দাঁত শিরশিরের কারণ
যুগান্তর
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭
আপনি কি কখনো অনুভব করেছেন যে আইসক্রিম খেতে পারছেন না, মিষ্টি খেলে দাঁত শিরশির করছে, টক জিনিস খেলে অল্পতেই দাঁত টক হয়ে যাচ্ছে, কিংবা শীতের সকালে ঠান্ডা বাতাস দাঁতে লাগলে দাঁত শিরশির করছে-এসবের কারণই হচ্ছে ডেনটিন হাইপারসেনসিটিভিটি। ডেনটিন হচ্ছে দাঁতের সবচেয়ে সেনসিটিভ অংশ। যখন দন্তমজ্জা বের হয়ে যায় তখন দাঁতে তীব্র ব্যথা হয়। দাঁত শিরশির করলে প্রচণ্ড অস্বস্তি হয়। দাঁত শিরশির করা সাময়িক সময়ের জন্য হতে পারে অথবা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে। এটা একটা দাঁতে অনুভূত হতে পারে অথবা অনেক দাঁতেও হতে পারে।
ষযেসব ক্ষেত্রে সমস্যা হতে পারে
কিছু কিছু উপাদান ব্যবহারের কারণে দাঁতে অস্বাভাবিক যন্ত্রাদায়ক অনুভূতির সৃষ্টি হতে পারে। যেসব জিনিস ব্যবহারের কারণে দাঁত শিরশির করতে পারে সেগুলো হচ্ছে-