ডুয়োলিংগো পরীক্ষা কী, কীভাবে দেবেন
ডেইলি স্টার
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
ডুয়োলিংগো মূলত একটি আমেরিকান শিক্ষা প্রযুক্তি, যা কি না অ্যাপের মাধ্যমে ভাষা সনদ প্রদান করে থাকে। যে অ্যাপটি আমরা সাধারণত ব্যবহার করি, তা এই প্রযুক্তির মূল চর্চার ক্ষেত্র।
ভোকাবুলারি, ব্যাকরণ, উচ্চারণ এবং শ্রবণ দক্ষতার ওপর জোর দেওয়া হয় ডুয়োলিংগোতে– যার মাধ্যমে ভাষা শিক্ষায় আগ্রহী ব্যবহারকারীরা নতুন একটি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারেন।
বিশেষভাবে বাংলা ভাষাভাষীদের ইংরেজি শিক্ষার জন্য এখন ডুয়োলিংগোতে আলাদা একটি অংশ রাখা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি শিক্ষা
- ডুয়োলিংগো