গুরুত্ব বিবেচনায় ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে: গভর্নর
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্ব বিবেচনা করে ব্যাংকারদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকাররা এখন থেকে অর্জিত জ্ঞান ও মননশীলতাকে কাজে লাগিয়ে আর্থিক খাতের উন্নতিকে ত্বরান্বিত করবেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) সুবর্ণজয়ন্তী উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিবি’র সিলেবাস ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে