You have reached your daily news limit

Please log in to continue


মেধাস্বত্ব সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির সুপারিশ

বাণিজ্যিক ও সৃজনশীল মৌলিক শিল্পসত্তার যথাযথ মূল্যায়নে দেশে মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। এ বিষয়ে উদ্যোক্তা, শিল্পী, নীতিনির্ধারকসহ সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার এফবিসিসিআই কার্যালয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এমন মত দেন ব্যবসায়ী নেতারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহসভাপতি এমএ মোমেন বলেন, ডিজিটাল অর্থনীতি গড়ার স্বপ্টম্ন বাস্তবায়নে সরকারকে অবশ্যই মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিতে কাজ করতে হবে। তিনি জানান, এফবিসিসিআইর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধির সামনে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন