![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/02/online/facebook-thumbnails/১৭-samakal-63eee4221cbd2.jpg)
চীনের উহানে ফের রাস্তায় প্রবীণরা
চিকিৎসা সুবিধা কমানোর প্রতিবাদে ফের সড়কে বিক্ষোভ করেছেন প্রথম করোনা শনাক্ত হওয়া চীনের উহানসহ দুই প্রদেশের বয়স্করা। গত বুধবার দ্বিতীয়বারের মতো এই বিক্ষোভে যোগ দেন শত শত অবসরপ্রাপ্ত ও বয়স্ক ব্যক্তি।
প্রতিবাদ হয়েছে দক্ষিণাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শহর ডালিয়ানেও। মাসের শুরুতে উহানের প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বয়স্কদের চিকিৎসা ব্যয়ের পরিমাণ কমিয়ে আনা হচ্ছে। এর পরই গত ৮ ফেব্রুয়ারি সেখানে প্রথম বিক্ষোভ করেন প্রবীণরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রতিবাদ
- প্রবীণ
- বিক্ষোভ