You have reached your daily news limit

Please log in to continue


স্পেনে পাস হলো মাসিকে ছুটি দেওয়ার আইন

ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে নারীদের মাসিকের তীব্র ব্যথায় ভুগতে থাকা নারীদের মজুরিসহ মেডিক্যাল ছুটি দেওয়ার আইন পাস হয়েছে। বৃহস্পতিবার স্পেনের আইনপ্রণেতারা এই আইনটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।স্পেন সরকার জানিয়েছে, আইনটির পক্ষে ভোট পড়েছে ১৮৫টি এবং বিপক্ষে ছিল ১৫৪ ভোট।বর্তমানে বিশ্বের অল্প কয়েকটি দেশে নারীদের মাসিকের সময় ছুটি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া।স্পেনের সমতামন্ত্রী আইরিন মন্টেরো ভোটের আগে টুইটারে লিখেছিলেন, নারীবাদী অগ্রগতির জন্য এটি একটি ঐতিহাসিক দিন।আইনটিতে মাসিকের তীব্র ব্যথায় ভোগা নারীদের প্রয়োজনীয় ছুটি পাওয়ার অধিকার দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন