মাথার ত্বকের ছত্রাক সংক্রমণের চিকিৎসা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

মাথার স্ক্যাল্প বা ত্বকে ছত্রাক সংক্রমণে চুলকানি, ফুসকুড়ি, ব্যথা, জ্বলনির মতো অবস্থা দেখা দেয়। মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ খুব সাধারণ একটি ব্যাপার। অনেক ধরনের ছত্রাকই মাথার স্ক্যাল্পে সংক্রমণ ঘটাতে পারে। তবে তিন থেকে চার ধরনের ছত্রাকের সংক্রমণ খুব বেশি দেখা যায়। সব ধরনের ছত্রাক সংক্রমণই অনিয়ন্ত্রণযোগ্য, যা থেকে খুশকি, চুলকানি ইত্যাদি হয়ে থাকে।


যে কারণে হয় : মেলাসিজিয়া এক ধরনের অণুজীব আবার এটি একধরনের ছত্রাকও, যা আমাদের মাথার স্ব্যাল্পের গোড়ায় বসবাস করে থাকে। মাথার ত্বকে সিবাম নামক একধরনের তেল নিঃসরণ হয়ে থাকে, যা আমাদের চুল সুন্দর রাখে এবং সৌন্দর্য বাড়িয়ে তোলে। মেলাসিজিয়া সিবামের খাদ্য হচ্ছে এই তেল এবং এ তেল খেয়েই বেঁচে থাকে। মেলাসিজিয়া সিবাম তেলের ওপর এনজাইম প্রয়োগ করে। সেই এনজাইম তেল ভেঙে ফেলে মেলাসিজিয়ার খাওয়ার উপযোগী করে। তেলের যে অংশটি মেলাসিজিয়া খায় না, তা জমাট বেঁধে আমাদের মাথার ত্বক ভেদ করে ঢুকে যেতে চায়। আর এর ফলে মাথায় চুলকানি ও জ্বলনি হয়। এতে মাথার ক্ষতিগ্রস্ত ত্বকের নিচে নতুন ত্বক তৈরি হয় ও ক্ষতিগ্রস্ত ত্বক খসে পড়তে থাকে। আর এ খসে পড়া ত্বকই হলো খুশকি। যাদের স্ক্যাল্পে তেল নিঃসরণ বেশি হয়ে থাকে, তাদের খুশকিও বেশি হয়। খুশকি মাথার ত্বক ছাড়াও মুখে, নাকে, কানে ইত্যাদি জায়গায় দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও