![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2F5716d04a-3472-4614-94e1-a87d9609ec77%2Fpanama_bus_accident_160223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
পানামায় গিরিসঙ্কটে বাস পড়ে ৩৯ অভিবাসনপ্রত্যাশী নিহত
পানামায় অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্য আমেরিকার দেশটির ইতিহাসে কোনো দুর্ঘটনায় অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা এটি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬৬ জন যাত্রী নিয়ে বাসটি পানামার পশ্চিম উপকূলীয় প্রদেশ চিরিকির একটি আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় বুধবার ভোররাতে দুর্ঘটনায় পড়ে।