You have reached your daily news limit

Please log in to continue


তিন সংস্করণেই ভারত এক নম্বর

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর দল এখন ভারত। আইসিসি ওয়ানডে ও টি ২০ র‌্যাংকিংয়ে শীর্ষেই ছিল রোহিত শর্মার দল। বুধবার প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে (১১১) টপকে চূড়ায় উঠে ইতিহাস গড়েছে ভারত (১১৫)। এই প্রথম একই সময়ে তিন সংস্করণের র‌্যাংকিংয়ে শীর্ষে তারা।

নাগপুরে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেরিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর সুবাদে এই কীর্তি গড়েছে ভারত। দাপুটে জয়ের তিন নায়কও পেয়েছেন পুরস্কার। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন দুই ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন। ২০১৭ সালের পর আবার শীর্ষে ওঠার হাতছানি এই অফ-স্পিনারের সামনে। চূড়ায় থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের (৮৬৭) সঙ্গে অশ্বিনের (৮৪৬) রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ২১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন