সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর: ইউএনও’র সৃজনশীল উদ্যোগে এক চত্বরেই ১৩ সেবা
সুনামগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা বিশ্বম্ভরপুরে এতোসব সুযোগ ও সেবা নিয়ে গড়ে ওঠা এই অনন্য উদ্যোগটি হলো 'উপজেলা মাল্টিপারপাস সেন্টার'। আর এটি নির্মাণ করছেন বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদি উর রহিম জাদিদ।
এক চত্বরেই রয়েছে নারী, শিশু, বেকার ও দর্শনার্থীদের জন্য নানা সেবা। রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, শারিরীক ও মানসিক গঠন এবং চিত্তবিনোদনের সুযোগ। ৬০ ডেসিমেল জমির এই চত্বরে আছে কম্পিউটার ক্লাব ও ফ্রিল্যান্সিং সেন্টার, পাবলিক লাইব্রেরি ও ল্যাংগুয়েজ ক্লাব, নারী উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার, শিশু একাডেমি, মিনি শিশু পার্ক, বিউটি পার্লার, জিমনেসিয়াম, সেলুন, রেস্টুরেন্ট, অ্যাম্পিথিয়েটার ও মার্কেট।