অর্থনীতির বড় চ্যালেঞ্জগুলো দূর করতে হবে
কোভিড ১৯-এর ফলে আমাদের অর্থনীতি বেশ কিছুটা মন্থর ছিল। সেটি আমরা কাটিয়ে উঠছিলাম। এর পর বড় একটি ধাক্কা হয়ে এলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন-আমেরিকার মধ্যে উত্তেজনা, বিশ্বে বাণিজ্যিক ও পেমেন্ট সিস্টেমে নানা ধরনের অনিশ্চয়তা। বিশ্বের বিভিন্ন দেশে প্রবৃদ্ধি মন্থর হয়ে গেছে। সব কয়টির প্রভাব আমাদের ওপর পড়েছে।
বহির্বিশ্বের সমস্যা তো আছেই। একই সঙ্গে আমাদের অভ্যন্তরীণ সমস্যাও একটু বেশি। অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলা করা বেশি কঠিন। বৈশ্বিক সমস্যা হয়তো একদিন কাটিয়ে ওঠা যাবে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো কীভাবে কাটিয়ে উঠব!