মূল্যস্ফীতির কালে জীবনযাত্রা
দেশে জীবনযাত্রার ব্যয় খুবই বেড়ে গেছে। বাজারে যে কোনো পণ্য কিনতে গেলে দেখা যায়, গত ১ বছরে দাম বেড়েছে দেড় থেকে দ্বিগুণ।
মুষ্টিমেয় ধনী ব্যক্তিকে বাদ দিয়ে আমরা যদি অন্যান্য শ্রেণির মানুষের জীবনযাত্রা নিয়ে ভাবি, তাহলে দেখব মূল্যস্ফীতির ফলে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং স্থির আয়ের মানুষ খুব কষ্টের মধ্যে আছে।
বিগত দিনে অনেকেরই আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে দেড় থেকে দুই গুণ। এ অবস্থায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত নানা কৌশল ব্যবহার করতে হয়।