![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F02%2F16%2Fiu-7040ed45e154741457a2f75152d5ab99.jpg%3Fjadewits_media_id%3D840758)
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর তদন্ত কমিটি গঠন করলো ছাত্রলীগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হলে এক ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল ও শাখা ছাত্রলীগ এসব তদন্ত কমিটি গঠন করেছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
জানা গেছে, গত রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে নিয়ে রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই মারধরের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী এবং অভিযুক্ত ছাত্রী পাল্টাপাল্টি অভিযোগ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।
এতে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।