কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বেনামি ঋণে নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকিং খাতে

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, বেনামি ঋণ বিতরণ বন্ধ এবং খেলাপি ঋণ আদায়ে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। একই সঙ্গে বেনামি ঋণ বিতরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।  

ড. মোস্তাফিজুর রহমান বলেন, এখন বেনামি ঋণ ও কুঋণের কারণে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এটি অর্থনীতির জন্য খুবই ক্ষতিকারক। সুতরাং বাংলাদেশের যেসব প্রচলিত আইন আছে সে মোতাবেক বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এদের আইনের আওতায় নিয়ে আসার দিকে জোর দিতে হবে।  

তিনি বলেন, এখন অর্থনীতি একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে ব্যাংক খাতের ব্যবস্থাপনার মান বাড়ানো ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উৎকৃষ্ট সময়। বেসরকারি ব্যাংকের এক পরিচালকের অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে 
ড. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক পরিচালকদের বিভিন্ন সময় নানানরকম সুবিধা দেওয়া হয়েছে। যেমন একই পরিবার থেকে চারজন পরিচালক নিয়োগ। এসব পরিচালককে একটানা নয় বছর ব্যাংকে থাকার সুযোগ দেওয়া হয়েছে। এগুলোর পরিবর্তে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দিকে নজর দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন