আসছে বাণিজ্যিক ও সামরিক ব্যবহার উপযোগী হাইড্রোজেন ড্রোন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৯

বাণিজ্যিক ও সামরিক খাতে ব্যবহারের লক্ষ্যমাত্রা নিয়ে শীঘ্রই চালু হতে পারে হাইড্রোজেন চালিত ড্রোন।


হাইড্রোজেন চালিত সর্বশেষ আকাশযান ছিল ‘হিনডেনবার্গ’। তবে, এর সমাপ্তি ভালো ছিল না। ১৯৩৭ সালের ৬ মে, যান্ত্রিক গোলযোগে এটি বিস্ফোরণের পর ৩৫ জন নিহত হন।


এমন ঘটনার পরও নিজেদের ‘এইচ২ডি৫৫’ নামের ড্রোনে জ্বালানী সংগ্রহ বন্ধ করছে না ইসরাইলভিত্তিক নির্মাতা ‘হেভন ড্রোনস’। কোম্পানির দাবি, সাত কেজির পেলোড’সহ দেড় ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে এই ‘অক্টোকপ্টার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও