কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিকল্প পথে রূপপুরে পণ্য পাঠাচ্ছে রাশিয়া

জাগো নিউজ ২৪ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প পথে পণ্য পাঠাচ্ছে রাশিয়া। রোসাটমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ওই জাহাজে রূপুপুর পারমাণবিক কেন্দ্রের পণ্য ছিল।


তাসের প্রতিবেদনে বলা হয়, পণ্য পরিবহনজনিত বর্তমান সমস্যা প্রকল্পের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তাছাড়া অন্য পথ ব্যবহার করে বাংলাদেশে পণ্য পাঠানো হচ্ছে বলেও জানানো হয়।


রোসাটমের দাবি, নির্ধারিত সময়ের কথা মাথায় রেখেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এরই মধ্যে বিকল্প পথের খোঁজ মিলেছে এবং এই মুহূর্তে সে পথ ব্যবহার করা হচ্ছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও