কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেভাবে অবসরে যাওয়া এক বোয়িং ৭৩৭ বিমান হয়ে গেল বিলাসবহুল ভিলা!

www.tbsnews.net প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯

যাত্রী পরিষেবা থেকে অব্যহতির পর একটি বিমান অনেক রকম কাজেই ব্যবহৃত হতে পারে। অন্য কোনো এয়ারলাইনের জন্য নতুন রূপে সজ্জিত হয়ে আকাশে ফিরে যাওয়া থেকে শুরু করে যন্ত্রাংশ পুনর্ব্যবহার কিংবা একেবারেই এয়ারক্রাফট বোনইয়ার্ডে পড়ে থাকার সম্ভাবনাও থাকে। কোনো কোনো অব্যবহৃত বিমান আবার রেস্টুরেন্ট, জাদুঘর, এমনকি পার্টি করার ভেন্যু হিসেবে ব্যবহৃত হওয়ার কথাও শোনা গেছে। কিন্তু ইন্দোনেশিয়ার বালি প্রদেশের ন্যাং-ন্যাং সমুদ্রসৈকতের পাশে একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা বিলাসবহুল ব্যক্তিগত ভিলাকে এখন পর্যন্ত বিমানের সবচেয়ে সুন্দর 'রূপান্তর' বললে ভুল হবে না!


একসময় মান্ডালা এয়ারলাইন্সের (যা বর্তমানে বিলুপ্ত) অন্তর্ভুক্ত এই বোয়িং ৭৩৭ বিমানটি ২০২১ সালে কিনে নিয়েছিলেন ডেভলপার ফেলিক্স ডেমিন এবং তিনি এটিকে বালির দূরবর্তী একটি অঞ্চলে নিয়ে আসেন।


সমুদ্রপৃষ্ঠ থেকে দেড়শো মিটার উচ্চতায় অবস্থিত এই 'বিমান ভিলা'র ভেতরে আধুনিক বিলাসব্যসনের কোনো কমতি রাখা হয়নি। বিমানের ভেতরে রয়েছে দুটি বেডরুম, দুটি বাথরুম, রান্নাঘর, একটি সুইমিং পুল এবং এয়ার কন্ডিশনারের ব্যবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে