কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এলসি খোলা ছাড়া ক্রুড তেল আমদানির অনুমতি চাইল বসুন্ধরা গ্রুপ

www.tbsnews.net প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮

বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক গতি-মন্থরতায় আমদানি কঠিন হয়ে পড়েছে। এ কারণে ঋণপত্র (এলসি) খোলা ছাড়া স্পট মার্কেট থেকে যেকোনো পরিমাণ মূল্যের ক্রুড (অপরিশোধিত) জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। 


এজন্য বিদ্যমান আমদানি নীতি আদেশ সংশোধনের প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ক্রান্তিকালে প্রচলিত ঋণপত্র পদ্ধতিতে ক্রুড তেল আমদানি অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি করছে উল্লেখ করে তিনি লিখেছেন, এর ফলে গ্রুপটির তেল পরিশোধনাগারগুলোর উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে।


বিদ্যমান আমদানি নীতিতে ঋণপত্র না খুলে ক্রয়-বিক্রয় চুক্তিপত্রের মাধ্যমে শিল্প খাতের আমদানিকারকরা নিজস্ব কারখানায় ব্যবহারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লাখ ডলার মূল্যের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও ফায়ার ডোর আমদানি করতে পারে। তবে সরকারি ব্যবস্থাপনায় ঋণপত্র ছাড়া চাল আমদানির ক্ষেত্রে এই সীমা রহিত করা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও