You have reached your daily news limit

Please log in to continue


গর্ভবস্থায় এই লক্ষণগুলি দেখতে পাচ্ছেন, অকাল প্রসবের ইঙ্গিত হতে পারে!

প্রেগন্যান্সির সময় নয় মাস সব মহিলাদের জন্য চ্যালেঞ্জিং। এই সময় শরীর ও মনে অনেক পরিবর্তন চলে। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় বিশেষ কিছু পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে জানা যায় গর্ভস্থ শিশু সুস্থ রয়েছে, আবার এমন কিছু লক্ষণ রয়েছে যা থেকে জানা যায় সন্তানের ঝুঁকি রয়েছে কিনা।

আপনার শিশুর যে কোনও ঝুঁকি দূর করার জন্য, স্বাস্থ্যকর ভ্রূণের লক্ষণগুলি জানা যতটা প্রয়োজন, ঠিক ততটাই ঝুঁকির কারণগুলিও জানা দরকার। গর্ভাবস্থায় অযত্ন করলে তবে গর্ভপাতের কারণ হতে পারে। এই প্রতিবেদনে কিছু
সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়েছে। Stanfordchildrens.org এর মতে, যোনিপথে রক্তপাত বা দাগ, অস্বাভাবিক তরল স্রাব এবং তলপেটে ব্যথা, ক্র্যাম্পিং এবং পিঠে ব্যথা অকাল প্রসবের ইঙ্গিত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন