You have reached your daily news limit

Please log in to continue


নেলপলিশ পরতে গিয়ে নখের চারধারে বেরিয়ে যায়? এই ছোট্ট ট্রিকেই মুশকিল আসান, জানেন কি?

Nail Polish Applying Guidelines: সবাইকে ভালো রাখার জন্যে সবার আগে নিজেকে ভালোবাসা প্রয়োজন। আর তাই নিজের যত্ন নেওয়াও প্রয়োজন। যদি সঠিকভাবে নিজের যত্ন করতে না পারেন, তাহলে সবাইকে ভালো রাখবেন কী ভাবে?

তাই সুস্থ জীবনযাপন করার পাশাপাশি ত্বক এবং চুলের যত্নও করতে হয়। কিন্তু মুখের ও চুলের যত্ন নিলেই কি দায়িত্ব শেষ? হাতের উপর সারাদিন যে কাজের চাপ পড়ে, তাদের যত্ন প্রয়োজন নেই?

তাই সব সময় হাতের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আঙুলের নখগুলো কেটে সুন্দর করে সাজিয়েও রাখতে হবে। পছন্দের নেলপলিশও লাগাতে হবে। কিন্তু অনেক সময়েই নেল পালিশ লাগাতে ছড়িয়ে ফেলি আমরা। মনের মতো যেন নেলপলিশ পরাই হয় না। নখের চারদিক দিয়ে বেরিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন