![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2Ffb5369e6-eb77-488d-812a-053ec675e379%2Fnagelsmann_150223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
এতটা আধিপত্য করতে দিল পিএসজি, বিশ্বাস হচ্ছে না বায়ার্ন কোচের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের ম্যাচে একেবারেই ধারহীন ছিল পিএসজি। বল দখল কিংবা আক্রমণ, সব দিকেই পিছিয়ে ছিল তারা। ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের এমন নিষ্প্রভ পারফরম্যান্সে অবাক ইউলিয়ান নাগেলসমান। তাদের এতটা আধিপত্য করতে দেবে পিএসজি, যেন বিশ্বাসই করতে পারছেন না বায়ার্ন কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় প্রথম লেগে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। প্যারিসে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।