পরাগ আগরওয়ালকে কটাক্ষ করে নতুন Twitter CEO -র ছবি শেয়ার করলেন এলন মাস্ক, দেখলে চমকে যাবেন আপনিও!
eisamay.com
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪
গত বছরই টুইটার অধিগ্রহণ করেছেন টেসলা প্রধান এলন মাস্ক। তার পর থেকেই একগুচ্ছ বদল এসেছে সংস্থায়। বদলেছে পলিসি। এমনকী সংস্থার উচ্চপদস্থ বহু কর্মীর ঘাড়েই নেমেছে ছাঁটাইয়ের খাঁড়া। আর সেই কোপ থেকে বাঁচেননি Twitter-এর তৎকালীন CEO পরাগ আগরওয়ালও। সংস্থার দায়িত্ব নিয়েই সবার প্রথমে পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন টেসলাপ্রধান। আর এবার তার জায়গায় নতুন নিয়োগের কথাও জানিয়ে দিলেন এলন।
সম্প্রতি টুইটারেই এ সংক্রান্ত একটি পোস্ট করেছেন টেসলা প্রধান। যা দেখে কার্যত চমকে উঠেছে নেটদুনিয়া। তিনি জানিয়েছেন, শেষমেশ সংস্থার জন্য নতুন CEO খুঁজে পেয়েছেন তিনি। যিনি পরাগের তুলনায় অনেক বেশি যোগ্য এবং ভালো। এমনটাই জানিয়েছেন এলন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
www.ajkerpatrika.com
| গাজা
১ বছর আগে