কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সহনীয় ঘুষ : বরণীয় দুর্নীতি

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

বন্ধ করা অসম্ভব বিধায় দুর্নীতিকে সহনীয় পর্যায়ে এনে মেনে নেওয়ার তত্ত্ব দিয়ে ব্যঙ্গ করার আইটেম পরিণত হয়েছিলেন আলোচিত সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর ঘুষকে ‘ঘুষ’ না বলে ‘স্পিডমানি’ বলার রসিকতা করে অর্থমন্ত্রী থাকার সময় ট্রলের শিকারে পড়েন তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিছুদিন পর ঘুষ নিয়ে বোমা ফাটানো মত দেন ওই সময়কার দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ‘সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে ঘুষ খেলে অপরাধের মধ্যে পড়বে না, সেটা প্যানাল কোড সিআরপিসিতে আছে’ মন্তব্য করায় রঙ্গব্যঙ্গ হয় তাকে নিয়েও। সুইস ব্যাংক, কানাডার বেগমপাড়াসহ বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারকে ‘পাচার’ না বলে ‘লেনদেন’ বলার পরামর্শও আসে। মজা করতে গিয়ে কেউ কেউ বলছিলেন, পাচার-লেনদেন না বলে ‘টাকা রপ্তানি’ বলে দেওয়া আরও ভালো।


মশকারা বা রসকথা নয়, আমাদের বাস্তবটা এমনই। ঘুষ-দুর্নীতি সইতে সইতে মহাশয় হওয়া ছাড়া যেন গতি নেই। স্বাস্থ্যের ডিজির ড্রাইভার মালেকরা নানান কিছুর মালিক এ ধরনের হাসি-মশকারার ফাঁকেই। তখন শোনানো হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের এ ধরনের অন্তত দুই ডজন কর্মকর্তা-কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে। কড়া অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কিছু ধরপাকড়ও হয়। পরে সব ল্যাটা চুকে গেছে। এ বিষয়ক আর ফলোআপও থাকেনি। নতুন মালেক, মালিক, আবজালদের দাবায়ে রাখা যায়নি। মাঝে মধ্যে ঘটনাচক্রে দুয়েক পিস নিয়ে খবরের বাজার জমলেও তা ঢেকে যায় বড় আরও কোনো ঘটনা বা ইস্যুর তোড়ে। এ ধারাপাতে কয়েকদিন ধরে ঘুরছে আরেক মালেক। তাও চাকরিচ্যুত। যশোর আঞ্চলিক কৃষি অফিসের চাকরিচ্যুত তৃতীয় শ্রেণির কর্মচারী আবদুল মালেক শতকোটি টাকা হাতিয়ে লাপাত্তা হওয়ার পর এসেছে খবরটিতে। সেটাও আবার প্রতারণার শিকাররা অভিযোগ না করলে অজানাতেই পড়ে থাকত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও