You have reached your daily news limit

Please log in to continue


পুঁজিবাজারে লেনদেন নেমে এসেছে ৪০০ কোটি টাকায়

পুঁজিবাজারে দরপতন যেন থামছেই না। শেয়ার বিক্রির চাপে লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।

মঙ্গলবারের মতো সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবারও (১৫ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমে ১১ পয়েন্টে নেমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন।

সিএসইতে সোমবার সূচক সামান্য বৃদ্ধির পর মঙ্গল ও বুধবার টানা দুদিন দরপতন হল।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকার পাশাপাশি আস্থা সংকটের কারণে পুঁজিবাজারে লেনদেন ক্রমাগতভাবে কমছে।

ডিএসইর তথ্যমতে, আজ বুধবার বাজারটিতে ৩১০টি প্রতিষ্ঠানের ৫ কোটি ২৯ লাখ ৫ হাজার ২৬০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা। অর্থাৎ আগের কর্মদিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ২৭টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ ৫ গুণ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন