বিপিএলে সেরার দৌড়ে এগিয়ে আছেন যারা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের বাকি আর দুই ম্যাচ। ইতোমধ্যে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ধরাশায়ী করে ফাইনলে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে মাশরাফির সিলেট।
বৃহস্পতিবার সিলেটের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টের শেষ মুহূর্তে আলোচনার টেবিল সরগরম হয়ে গেছে এক প্রশ্নে। কে হচ্ছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট? ইতোমধ্যে টুর্নামেন্ট সেরার দৌড়ে উঠে এসেছে অভিজ্ঞ সাকিব-নাসিরদের পাশাপাশি তৌহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো তরুণ তুর্কির নামও।
বিপিএলে সর্বোচ্চ ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার রেকর্ড দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। চলতি বিপিএল এলিমিনেটর ম্যাচে তার দল ছিটকে গেলেও আসরে ব্যাটেবলে অসাধারণ পারফরম্যান্স করে আছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে সবার ওপরে।