You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক 'অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত' বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, 'নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংবিধান, প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখেছেন যে, মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই।'

তিনি আরও বলেন, 'দুর্নীতি দমন কমিশন আইনে বলা হয়েছে, একজন কমিশনার তার মেয়াদ শেষে প্রজাতন্ত্রের চাকরিতে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নিয়োগ পাবেন না। নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি (সাহাবুদ্দিন) নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন।'

গত সোমবার দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন।

ওইদিন সরকার অবসরপ্রাপ্ত জেলা জজ ও দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন