You have reached your daily news limit

Please log in to continue


প্রতিদিন এক শতাংশ হারে কমছে ৩৭ শেয়ারের দর

ফ্লোর প্রাইস তুলে দেওয়া ১৩৩ কোম্পানির মধ্যে অন্তত ৩৭ শেয়ার প্রায় প্রতিদিনই ১ শতাংশ দর হারাচ্ছে। প্রায় দুই মাস আগে এ সিদ্ধান্ত কার্যকরের পর প্রতিদিনই এ ঘটনা ঘটছে। এর বাইরে আরও ৪৮ শেয়ার প্রায় একইভাবে দর হারিয়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর গত ৩৭ কার্যদিবসের লেনদেন পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

ব্যাপক সমালোচনার মুখে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২১ ডিসেম্বর স্বল্প মূলধনি ১৬৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস তুলে নেয়। এর মধ্যে শেয়ার ছিল ১৩৩টি এবং মিউচুয়াল ফান্ড ছিল ৩৪টি। তবে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরও যাতে এগুলোর দরপতন এক দিনে ১ শতাংশের বেশি না হয়, সে জন্য স্ট্যান্ডার্ড সার্কিট ব্রেকার কার্যকর না করে নিচের সার্কিট ব্রেকার ১ শতাংশ করা হয়।

এরপরও ক্রমাগত প্রায় ১ শতাংশ হারে দর হারানো শেয়ারগুলো হলো- অলটেক্স, আরামিট সিমেন্ট, বিডি থাই অ্যালুমিনিয়াম, ঢাকা ডাইং, ডমিনেজ স্টিল, জিবিবি পাওয়ার, ইমাম বাটন, জুট স্পিনার্স, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা কনডেন্সড মিল্ক্ক, মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা পেট, ন্যাশনাল ফিড, প্রাইমটেক্স, রহিমটেক্স, সাফকো স্পিনিং, সুহৃদ, শ্যামপুর সুগার, সোনারগাঁও টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, জাহীন স্পিনিং ও জিল বাংলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন