‘গসিপ গার্ল’-এর ভক্ত এখন নিজেই নায়িকা
ছিলেন জনপ্রিয় সিরিজ ‘গসিপ গার্ল’-এর পাঁড় ভক্ত। কে জানত, একদিন সেই সিরিজেরই এক অভিনেতার সঙ্গে কাজ করবেন, আর সেই কাজ দেখতে মুখিয়ে থাকবেন তরুণেরা। হচ্ছিল টিলি কিপারের কথা। এই ব্রিটিশ অভিনেত্রীর সিরিজ ‘ইউ’ মুক্তি পেয়েছে ৯ ফেব্রুয়ারি।
টিলি কিপারের বাবা ছিলেন বিবিসির জনপ্রিয় পাপেট শো ‘স্পিটিং ইমেজ’-এর অন্যতম লেখক। ফলে বিনোদন–দুনিয়ার সঙ্গে আগেই একটা যোগ ছিল তাঁর; ছোটবেলা থেকেই তিনি টিভি ও মঞ্চে কাজ করেছেন। অভিনয়ে আসা প্রসঙ্গে টিলি বলেন, ‘ছোটবেলা থেকে নাচ–গান সবই করতাম। শুরুটা করেছিলাম ব্যালে দিয়ে। পরে অনেক ভেবে অভিনয় করব বলে ঠিক করি। এরপরই অভিনয়ের স্কুলে ভর্তি হই।’
পড়াশোনা শেষে ২০১৬ সালে টিভিতে তাঁর ক্যারিয়ার শুরু। পরিচিতি পান বিবিসির সোপ অপেরা ইস্টএন্ডার্স দিয়ে। সিরিজটিতে অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারে মনোনীতও হয়েছিলেন। এরপর তিনি কয়েকটি সিরিজ করেছেন, তাঁকে দেখা গেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। তবে নেটফ্লিক্সের সিরিজ ইউ–এর চতুর্থ কিস্তি মুক্তির পর তাঁর পরিচিতি যেন রাতারাতি বেড়ে গেছে।
- ট্যাগ:
- বিনোদন
- টিভি সিরিজ
- টিলি কিপার