You have reached your daily news limit

Please log in to continue


নগরজুড়ে বসন্তের এই মাতাল সমীরণে

শীতের হিমকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে ভালোবাসার দিনে চলে এসেছে ফাল্গুনী সমীরণ; পাতাঝরা পলাশ আর শিমুলের ডালে ডালে যে রঙ লেগেছে, তারই উৎসব চলছে নগরজুড়ে।

একদিকে ঋতুরাজ বসন্ত, অন্যদিকে ভ্যালেন্টাইনস ডে, একই দিনে দুই উদযাপনে আনন্দের জোয়ার বইছে তরুণ প্রাণে।

বাসন্তী-লালের সাজপোশাকে কারো হাতে গোলাপ, কারো মুঠোয় কুড়ানো পলাশ, মাথায় বাহারি ফুলের টায়রা; বসন্তের প্রথম দিনে রাজধানীবাসী মেতেছে ভালোবাসার উদযাপনে।

মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন সাজ-সাজ আয়োজনে ভিড় বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়, যেন ছোট-বড় সকলের আলাদা এক দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন