![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2F81a0d454-9019-4cbd-a5d8-0d59a27da6dc%2Fbalam_chupchap_charidik_140223_01.jpg?rect=0%2C0%2C640%2C360&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=300)
বালামের ‘চুপচাপ চারিদিক’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫১
‘ভ্যালেন্টাইন ডে’ উপলক্ষে শিল্পী বালামের নুতন গান ‘চুপচাপ চারিদিক’ এসেছে ইউটিউবে। গাওয়া ও লেখার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন বালাম নিজে।
ভিডিওতে বালামের সাথে দেখা যাবে তার স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়াকেও। গানটি প্রকাশ হয়েছে বালামের ইউটিউব চ্যানেলে।