সাগর থেকে চীনা বেলুনের সেন্সর উদ্ধারের কথা জানাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আকাশ থেকে গুলি করে নামানো প্রথম কথিত চীনা নজরদারি বেলুনের সেন্সর আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
“শনাক্ত হওয়া ইলেকট্রনিক সরঞ্জাম ও অগ্রাধিকার তালিকায় থাকা সব সেন্সরসহ ধ্বংসাবশেষের উল্লেখযোগ্য অংশ পেয়েছেন উদ্ধারকর্মীরা,” বলেছে যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড।
এফবিআই এখন সেসব সরঞ্জাম খতিয়ে দেখছে; যেগুলো সংবেদনশীল সামরিক স্থাপনায় নজরদারিতে ব্যবহৃত হয়েছে বলে যুক্তরাষ্ট্র বলে এসেছে।