হাতির তাণ্ডব থেকে বাঁচতে বাঁধাকপি ঘুষ

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৫

হাতির তাণ্ডবে জর্জরিত গ্রামবাসী। নিয়মিতই ঘটছে অঘটন। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। তবে এবার তাদের লোকালয়ে প্রবেশ আটকাতে অন্য ধরনের ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। জঙ্গলে ‘ঘুষ’ হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে বাঁধাকপি। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার।


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, হাতিকে খাবার জোগান দিয়ে জঙ্গলমুখী করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া। প্রচেষ্টাটি যে কিছুটা হলেও সফল তা বোঝা যাচ্ছে হাতির বাঁধাকপি খাওয়ার ছবি দেখেই।


জানা গেছে, হাতির তাণ্ডবে বাঁকুড়া জেলার উত্তরাংশের জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন রাত কাটাচ্ছেন। ফসলের ক্ষতি তো হচ্ছেই, সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটছে। এর জের ধরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাঁকুড়ার বড়জোড়ার ডাকাইসিনীর জঙ্গলে পিকআপভ্যান ভর্তি বাঁধাকপি পৌঁছে দিয়েছে বন বিভাগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও