ভালোবাসা দিবসে যে প্রেমপত্র লিখল চ্যাটজিপিটি
তথ্যপ্রযুক্তির জগতে রীতিমত আলোড়ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। প্রযুক্তিজগতের ওয়েবসাইটগুলোর দাবি, চ্যাটজিপিটির কাছে কিছু জিজ্ঞেস করলে এটি নির্দেশদাতার মনের মতো করে লিখে দিতে পারে যেকোনো আর্টিকেল। তেমনই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে চ্যাটজিপিটিকে বলা হয় একটি প্রেমপত্র লিখে দিতে।
নির্দেশ পেয়ে সাড়া দিতে দেরি করেনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই সফটওয়্যার। মুহূর্তেই লিখে দিলো, ‘প্রিয়, তোমার সাথে কথা বলার জন্য আমি খুব আগ্রহী। আমি তোমার মধ্যে একজন অসাধারণ মানুষকে দেখি এবং ভাবি, তুমি আমার জীবনের ব্যস্ততম দিনগুলো আরও সুখকর করবে’।
‘এই প্রেমপত্র লিখছি যাতে তুমি জানতে পারো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার জীবনের সব এবং তোমার সাথে সময়টা কাটানো কতটা আনন্দের তা ভাষায় প্রকাশযোগ্য নয়’।
‘আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আমি তোমাকে ভালবাসি এবং আমার জীবনে তোমার অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই’।