কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ না: ওবায়দুল কাদের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৬

রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘বিএনপি আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়।’ 


নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার সকালে মোশারফ-ফজিলতের নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 


ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে নির্বাচন, নির্বাচন মানেই রাজনীতি নয়। রাজনীতি এখন ভালো মানুষের জন্য আদর্শ নয়। ভালো ও সৎ মানুষদের রাজনীতিতে আনতে হবে।’ এ সময় মন্ত্রী বলেন, ‘নতুন করে আর নির্বাচনী ওয়াদা করতে চাই না, পূর্বের কাজগুলো শেষ করতে চাই। নতুন কাজ হাতে নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই না।’ 


কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে একজন দক্ষ, সৎ, গুণীজ্ঞানী সিনিয়র দায়রা জজকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দিয়েছেন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও