তাহলে সেই গুঞ্জনটাই সত্য! ফরাসি পত্রিকা লে’কিপ জানিয়েছিল, মোনাকো ম্যাচের পর ক্লাবের ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুই ব্রাজিলিয়ান তারকা নেইমার ও মার্কিনিওসের। গুঞ্জনটা যে সত্য, তা নেইমার নিজেই স্বীকার করেছেন।
ড্রেসিংরুমে লুইস কাম্পোসের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হয়েছিল তাঁদের। তবে এই ব্রাজিলিয়ান তারকার দাবি, সেই তর্ক ফুটবলারদের ভালোর জন্যই হয়েছে। সে সঙ্গে এই সম্পর্ককে তিনি তুলনা করেছেন প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।