You have reached your daily news limit

Please log in to continue


চেনা-জানা বা প্রেমের মাধ্যমে বিয়ে করাই শ্রেয়: সাইমন

ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজন—‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

এই পর্বে রইলো চিত্রনায়ক সাইমন সাদিকের গল্প...

সাইমনের স্ত্রীর নাম দীপা সাদিক। গৃহিণী হিসেবে ঘর-সংসার আর সন্তানদের সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে। ‘পোড়ামন’-খ্যাত এই নায়ক জানান, ২০০৬ সাল থেকে দীপার সঙ্গে তার প্রেম। নয় বছর প্রেমের পর ২০১৪ সালের ডিসেম্বরে পরস্পরকে কবুল বলেন তারা। বর্তমানে দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার।
 
ভালোবাসা দিবসকে বিশেষ কিছু মনে করেন না সাইমন। তার কাছে জীবনের প্রতিটি মুহূর্তই ভালোবাসার। তিনি বলেন, ‘ভালোবাসা দিবস ব্যাপারটা আমার সঙ্গে খুব একটা যায় না। ঈদ ছাড়া কোনও বিশেষ দিনই আমাকে টানে না। ভালোবাসা কোনও দিবসে বন্দি না। এ কারণে ১৪ ফেব্রুয়ারি নিয়ে আমার কোনও আয়োজন থাকে না। ভাবনাতেও এটা নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন