কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সহজেই কীভাবে বানাবেন ফুলের গয়না

প্রথম আলো প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫

গলার মালা ও দুল


উপকরণ: তাজা ফুল, ফিতা, শক্ত কাগজ, বকরম, আঠা, কানের বড় রিং, পাতলা ইস্পাতের পাত।


প্রণালি


ধাপ–১: প্রথমে গলার মালা বানিয়ে নিতে হবে। মালার ব্যাসের জন্য একটি অর্ধচন্দ্রাকৃতি বকরম ও শক্ত কাগজ কেটে নেই। কেটে রাখা বকরমের ওপর পছন্দমতো ফুল ও পাতা সাজিয়ে নিন। এগুলো লাগানোর জন্য আঠা ব্যবহার করুন। এ ক্ষেত্রে গ্লুগান ব্যবহার করলে কাজ তাড়াতাড়ি হবে। মূল ভিত্তি শক্ত করার জন্য একটি অর্ধচন্দ্রাকৃতির শক্ত কাগজ বকরমের পেছনে বসিয়ে নিন। এ ক্ষেত্রে আঠা ব্যবহার করুন।


ধাপ ২: কাগজ ও বকরমের মাঝে আঠা ব্যবহার করে একটি ফিতা লাগিয়ে নিন। এতে যেকোনো আকারের মালাটি পরতে সহজ হবে।


দুল


ধাপ ১: ফুলের ভেতর দিয়ে দুলের রিংটি ঢুকিয়ে নিন।

ধাপ ২: ফুলগুলো একপাশে সেট করে নেওয়ার জন্য পেছনের অংশে আঠা লাগিয়ে নিন। রিংয়ের সঙ্গে পাতা জড়িয়ে নিতে ইস্পাতের পাতলা পাত ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও